এলে কি স্বপন মায়া

  • তাল : -

এলে কি স্বপন মায়া

এলে কি স্বপন-মায়া আবার আমায় গান গাওয়াতে।
নিদাঘের দগ্ধ জ্বালা করলে শীতল পুব-হাওয়াতে॥
ছিলে যে পাষাণ-চাপা আমার গানের উৎস-মুখে।
তারে আজ মুক্তি দিলে ঐ রাঙা চরণ-আঘাতে॥
এলে কি বর্ষারানী নিরুশ্রু মোর নয়ন-লোকে।
বহালে আবার সুরের সুরধুনী বেদনাতে॥
এসেছ ঘুর্ণি হাওয়া হয়ত বা ভুল এক নিমেষের।
এসেছ সঙ্গে নিয়ে বজ্রভরা ঝঞ্ঝা-রাতে॥
তবু ঐ ভুল যে প্রিয় ফুল ফুটাল শুষ্ক শাখে।
আকাশের তপ্ত নয়ন জুড়িয়ে গেল ঐ চাওয়াতে॥
তোমার ঐ সোনার হাতের সোনার চুড়ির তালে তালে
নাচে মোর গানের শিখী মনের গহন মেঘলা রাতে॥
এলে কি তারার দেশের হারিয়ে যাওয়া সুরের পরী
শ্রান্ত বাণ-বেঁধা মোর গানের পাখির ঘুম ভাঙাতে॥
এলে আজ বাদলা শেষে ইন্দ্রধনুর রঙীন মায়া।
ছোটে সুর উজান স্রোতে, চোখ জুড়াল রূপ-শোভাতে॥