এসো বসন্তের রাজা

  • রাগ : Pilu
  • তাল : Dadra

এসো বসন্তের রাজা

এসো বসন্তের রাজা হে আমার
এসো এ যৌবন-বাসর-সভাতে॥
ফুলের দরবারে পাখির জলসাতে
বুকের অঞ্চল-সিংহাসনে মম
বসো আমার চাঁদ চাঁদনী রাতে॥
রূপের দীপালি মোর জ্বলবে তোমায় ঘিরে বঁধু,
পিয়াব তোমায় পিয়া কানে-কানে কথার মধু।
বন-কুসুমের মালা দিব বাহুর মালার সাথে
চরণে হব দাসী বন্ধু হব দুখ রাতে॥