কত যুগ পাই নাই

  • তাল : Trital

কত যুগ পাই নাই

কত যুগ পাই নাই তোমার দেখা
থাকিতে পারি না আর একা একা॥
জানি না কোথায় থাকো
সেথায় আমারে ডাকো
মুছে এলো বুকে বঁধু স্মৃতির রেখা॥
তুমি জলধি, তোমাতে মিশে শতেক নদী
আমি রুদ্ধ-সায়র কাঁদি নিরবধি।
দেখা কি পাব না হায়
আশা যে ফুরায়ে যায়
শ্রাবণে এলো গো মেঘ, কাঁদিছে কেকা॥