প্রাণ চায় চোখে চাহিতে পার না

  • তাল : -

প্রাণ চায় চোখে চাহিতে পার না

প্রাণ চায় চোখে চাহিতে পার না, ক্যায়সি য়্যে শরম তোমহারা।
পরিয়া বসন ফেল গো খুলিয়া, জেয়সি উয়ো, আ কর পোকারা॥
পাতিয়া যতনে ফুলের শয্যা,
ডাকিতে পার না একি এ লজ্জা;
আঁখ ফেরা লেতা হেয় যব উয়ো তব তু করতি হেয় ইশারা॥
সাধে সে যবে চরণে ধরে,
কও না কথা শরমে মরে;
রোতে হো, চলে জানে কে বাদ, হায় তুঝে শরম সে মারা॥