বাজায়ে কাঁচের চুড়ি

  • রাগ : Khambaj misro
  • তাল : kaharba

বাজায়ে কাঁচের চুড়ি

বাজায়ে কাঁচের চুড়ি পরানে দোল দিয়ে কে যায়।
কাঁকনে চুড়িতে বাজে সুর মধুর আওয়াজ
নাচনের লাগিল ছোঁয়াচ এ-তনুর কাচ-মহলায়॥
আঁচলে বাঁধা তার কোন্‌ বীণ্‌’
রিনিঝিন্‌ বাজে চাবির রিং,
কারে রাখি কারে শুনি চলে যায় সে যে চপল পায়॥
চরণ-কমল ধরি’ নূপুর মিনতি করে
ভ্রমর সম গুঞ্জরি’ চরণ ঘেরি’ গুঞ্জরে।
কারে দেখি কারে শুনি –
চলনের দোলন-গতি, না তাহার নূপুর-ধ্বনি
হিয়া মোর পথে তার লুটায় চরণ-পরশ আশায়॥