যৌবনের বনে মোর কোয়েলা

  • তাল : -

যৌবনের বনে মোর কোয়েলা

যৌবনের বনে মোর কোয়েলা মত্‌ মাচাও শোর।
বিরহ দাহনে জ্বলে মরি, তুভি যোর্‌ সতানা ছোড়॥
একা বিরহিনী ফাগুন তায়
ফুলেল বায়ে আগুন ছিটায়;
ডরতা হুঁ জ্ব্যলে না যায়ে জ্ব্যলে হুয়ে য়্যে দিল্‌ তো ঔর্‌॥
তোর গানে কোয়েলিয়া
প্রাণ কাঁদে কোথায় প্রিয়া,
খাবার কর্‌ কে চলা গিয়া ফের না আয়া প্রীত-চোর্‌॥