অসীম আকাশ হাত্‌ড়ে ফিরে

  • তাল : -

অসীম আকাশ হাত্‌ড়ে ফিরে

অসীম আকাশ হাত্‌ড়ে ফিরে খুঁজিস রে তুই কা’কে?
(তোর) দূরের ঠাকুর তোরই ঘরে কাছে কাছে থাকে॥
মা হয়ে সে কোলে করে
পিতা হয়ে বক্ষে ধরে
সে প্রিয় হয়ে বন্ধু হয়ে বিলায় আপনাকে॥
ওরে মন-কানা! তুই দেশে দেশে কোন্‌ তীর্থে যাবি?
তোর খুল্‌লে মনের চোখ
কত দেখ্‌বি নতুন লোক
তোরই আশে পাশে সে যে হাসে দেখ্‌তে পাবি।
তুই যাকে কেবল ভাবিস মায়া
দেখ্‌বি তাতেই তাঁহার ছায়া,
শত্রু-মিত্র কত-রূপে ছদ্মবেশে চুপে চুপে সে নাম ভাঁড়িয়ে ডাকে
তোরে নাম ভাঁড়িয়ে ডাকে॥