আমার মন যারে চায়

  • তাল : -

আমার মন যারে চায়

আমার মন যা’রে চায় সে বা কোথায় গো সখি,
পাই না গো তা’রে।
আমার মনের দুঃখ সে বিনে কেউ জানে না রে॥
কৃষ্ণ প্রেম-বিরহানলে ঘষিয়া ঘষিয়া জ্বলে গো
অনল জ্বলে গেল দ্বিগুণ, জ্বলে নিভে না রে।
না পেলাম সেই বন্ধুর দেখা বসে কান্দি একা একা গো
আমার মন যে কেমন হ’ল রয় না ঘরে॥
আমার যে অন্তরের ব্যথা, ‍মুখ ফুটে না বলি কথা গো –
আমার প্রাণ বিদরে বুক চিরে দুঃখ দেখাই কা’রে॥