আমি ডুরি ছেঁড়া ঘুড়ির মতন

  • তাল : kaharba

আমি ডুরি ছেঁড়া ঘুড়ির মতন

আমি ডুরি-ছেঁড়া ঘুড়ির মতন চল্‌ছি উ’ড়ে প্রাণ সই
ছুটি ঊর্ধ্বশ্বাসে ঝড়-বাতাসে পড়্‌ব কোথায় কেমনে কই॥
তোর থেকে লো চ’লে এসে
আমার বুকের পাঁজ্‌রা গেছে খ্‌সে
সেই ভাঙা বুকের খাপ্‌রা ভ’রে কুল কাঠেরি আগুন বই॥
কাঁদিয়ে তোরে ও প্রেয়সী,
তোরও চেয়ে কাঁদছি বেশি,
আমার পাকা ধানের ক্ষেতে আমি আপন হাতে দিলাম মই॥
তোর কাঁদনের গাঙের তীরে,
আমি নৌকা বেয়ে আস্‌ব ফিরে,
তুই ভেজে রাখিস্‌ দুখের তাতে মন-আখাতে প্রেমের খই॥