আমি যাবই যাব বনে

  • তাল : -

আমি যাবই যাব বনে

গীতিনাট্য : ‘শাল-পিয়ালের বনে’

আমি যাবই যাব বনে।
বুনো বাঘের অন্বেষণে॥
ফিরি যদি, রাতের বেলা
বাঁশি নিয়ে করব খেলা –
কয়লা আমি কাটবো নাকো খাদে,
মাঠে যেতে পরান আমার কাঁদে। (রে)
তার চেয়ে ব্যাধ হওয়া ভালো নতুন যৌবনে॥