আলো আধারে ফুটল যে ফুল

  • রাগ : Misro shur
  • তাল : Dadra

আলো আধারে ফুটল যে ফুল

আলো-আধারে ফুটল যে ফুল
তা’রে চিনতে কি তুই করলি রে ভুল, মন, করলি রে ভুল॥
আঁধার কালো, ঊজল আলো;
আলো-কালোর দ্বন্দ্বেরে তুই হলি বেভুল।
ওই ফুলেরি সৌরভেতে
আকুল হ’য়ে মেতে,
ছুটিস্‌ নে তুই অলীক মায়ায় হ’য়ে ব্যাকুল, ওরে, হ’য়ে ব্যাকুল॥
সেই ফুলেরি পাপড়ি ঝরে বিছায় তোরি পথে।
পাপড়ি-দলে দ’লেরে তুই মিলন-আশায় আকুল!
ভুল ক’রে তুই আকুল হয়ে হারাবি সব কুল॥