ও বন পথ ওরে নদী কোথায় রে তোর শেষ

  • তাল : -

ও বন পথ ওরে নদী কোথায় রে তোর শেষ

নাটক : ‘মধুমালা’

ও বন-পথ! ওরে নদী কোথায় রে তোর শেষ?
সেই শেষে কি আছে আমার মধুমালার দেশ রে,
মধুমালার দেশ॥
পাহাড় রে তোর কাল কোলে
সাগর-ঢেউ-এর মালা দোলে
সেই সাগরের তীরে বসে শুকায় কি তার কেশ,
সে শুকায় কি তার কেশ॥
ওরে আকাশ তুই কি নুয়ে,
মধুমালায় আছিস্‌ ছুঁয়ে
দেখি রঙিন সাঁঝে তোরই সাঁঝে তোরই মাঝে (তার) পা’র আল্‌তার রেশ রে
মধুমালার দেশ॥