ও বন্ধু আমার

  • তাল : -

ও বন্ধু আমার

ও বন্ধু আমার অকালে ঘুম ভাড়াইয়া গো করলে কেন দোষী।
তুমি নীল আকাশের পারা কেন পড়লে বুকে খসি॥
আমার মনের খিড়কি দুয়ার ঠেলে,
চুপে চুপে রূপের কুমার কখন তুমি এলে।
অন্ধ যেন দেখল প্রথম পূর্ণিমারই শশী॥
আমি কুলের বধূ জলে যেতাম, কেন তুমি বঁধু
কলসি কেড়ে জল ফেলে গো দিলে ফুলের মধু।
আর নদীর ঘাটে দেয় না যেতে কেউ গো
শুধু বুকে ওঠে কেন কীর্তিনাশার ঢেউ গো।
আজ তুমি কোথায়, কাঁদি আঁধার কদমতলায় বসি॥