ও বাঁশের বাঁশি রে বাজে

  • তাল : -

ও বাঁশের বাঁশি রে বাজে

ও বাঁশের বাঁশি রে বাজে বাজে নদীর ওপারে।
(ও সে) কেঁদে কেঁদে ডাকে আমায় রাতের আঁধারে॥
সই বন্ধুরে মোর আয় লো দিয়ে
আমার গলায় মালা নিয়ে
আমি চেয়েছি তার বাঁশিখানি বলিস্‌ লো তারে॥

সই এ জনমে মিট্‌ল না সাধ, হলাম না তার দাসী,
বলিস্‌ তারে, আর জনমে হই যেন তাঁর বাঁশি।
গহীন রাতে মুখে মুখে
কাঁদব দুজন মনে দুখে,
(এবার) মনের আশা ধুয়ে গেল নয়ন-ধারে॥