ওরে ও পদ্মা নদী বলতে পারিস্‌ কোথায় মধুমালা?

  • তাল : -

ওরে ও পদ্মা নদী বলতে পারিস্‌ কোথায় মধুমালা?

নাটক : ‘মধুমালা’

(ওরে ও) পদ্মা নদী বলতে পারিস্‌ কোথায় মধুমালা?
সাগর-ঘেরা সোনার পুরী কাঁদে রাজ-বালা॥
(তার) গলায় দোলে রাজপুত্রের গলার পদ্মমণি,
চাঁদের মুখে একটুখানি তাহারি লাবনি
পাথার-জলে পা ডুবিয়ে কাঁদে সে নিরালা॥