কলার মান্দাস্‌ বানিয়ে দাও গো

  • তাল : -

কলার মান্দাস্‌ বানিয়ে দাও গো

চলচ্চিত্র : ‘সাপুড়ে’

কলার মান্দাস্‌ বানিয়ে দাও গো, শ্বশুর সওদাগর।
ঐ মান্দাসে চড়ে যাবে বেউলা-লখিন্দর॥
ওলো কুল-বালা নে এই পলার মালা
বর তোর ভেড়া হয়ে রইবে মালার ভয়ে
ও বৌ, পাবিনে জীবনে সতীন-জ্বালা॥
আমরা বেদেনী গো, পাহাড় দেশের বেদেনী
গলার ঘ্যাগ, পায়ের গোদ, পিঠের কুঁজ,
বের করি দাঁতের পোকা, কানের পুঁজ;
ওষুধ জানি লো হোঁৎকা স্বামীর কোঁৎকা খায় যে কামিনী॥
পেত্নী-পাওয়া মিন্‌সে গো ভূতে ধরা বৌ গো।
কালিয়া পেরেত মামদো ভূত শাকচু্ন্নি হামদো পূত
পালিয়ে যাবে বেদের কবচ লও গো॥
বাঁশের কুলো, বেতের ঝাঁপি, পিয়াল পাতার টুকি।
নাও গো বৌ, হবে খোকা খুকি॥
নাচ, নাচ, নাচ – বেদের নাচ? সাপের নাচ?
সোলেমানী পাথর নেবে? রঙিন কাঁচ?