কয়লা খাদে যাব না

  • তাল : -

কয়লা খাদে যাব না

গীতিনাট্য : ‘শাল-পিয়ালের বনে’

পুরুষ : কয়লা খাদে যাব না করব ধানের পাট।
স্ত্রী : মোরা পাতার পাটি বিছিয়ে শুই চাইনে পালং-খাট॥
উভয় : খড়ের পালং ধানের মরাই নিয়ে,
রাত কাটাব মহুয়ার মদ পিয়ে।
মাথার উপর হাসবে আকাশ পায়ের তলায় মাঠ॥