কোন সাপিনীর নিশাসে

  • তাল : -

কোন সাপিনীর নিশাসে

কোন সাপিনীর নিশাসে আশার বাতি মোর নিভে যায়।
মোর প্রথম প্রেমের ফুল ফুটিতে দিল না, কীটে কাটিল হায়॥
মোর অন্ধ আঁখি যেন কত সাধে –
দেখেছিল প্রথম সুন্দর চাঁদে,
ডুবে গেল সে চাঁদ, হতভাগিনী কাঁদ ঝরা দোপাটি ফুলের মত আঙিনায়॥
কেন কাছে ডেকে ভরা জলের কলসী, ভাঙিয়া নিল বিদায়॥