তালপুকুরে তুলছিস সে শালুক

  • তাল : -

তালপুকুরে তুলছিস সে শালুক

চলচ্চিত্র : ‘পাতালপুরী”

তালপুকুরে তুলছিস সে শালুক সুঁজির ফুল রে – শালুক সুঁজির ফুল।
ঢুলুঢুলু চোখ তার এলোমেলো চুল (ও তার) এলোমেলো চুল॥
(আমার) হাতের ধনুক রইলো হাতে
তীর ছুঁড়তে হয়ে গেল ভুল (ও তার) এলোমেলো চুল।
সেই ফুল-বিলাসীর তরে আমার গেল জাতিকুল রে গেল জাতি কুল॥