দেখি লো তোর হাতে দেখি

  • তাল : -

দেখি লো তোর হাতে দেখি

দেখি লো তোর হাতে দেখি,
হাতে হলুদ-গন্ধ, এলি রাঁধতে রাঁধতে কি?
চিকন আঙুল দীঘল হাত,
দালান বাড়ি ঘরে ভাত.
হাতে কাঁকন পায়ে বেঁকী॥
ও বাবা! এ কোন ছুঁড়ি?
সাত ননদ তিন শাশুড়ি,
ডুবে ডুবে খাচ্ছে জল,
কার সাথে তোর পিরিত বল্‌।
চোখের জলে পারবি তারে বাঁধতে কি?
দেখি লো তোর হাত দেখি॥