চিরদিন কাহারও সমান

  • তাল : kaharba

চিরদিন কাহারও সমান

চিরদিন কাহারও সমান নাহি যায়
আজিকে যে রাজাধিরাজ কা’ল সে ভিক্ষা চায়॥
অবতার শ্রীরামচন্দ্র যে জানকীর প তি
তারও হলো বনবাস রাবণ করে দুর্গতি।
আগুনেও পুড়িল না ললাটের লেখা হায়॥
স্বামী পঞ্চ পাণ্ডব, সখা কৃষ্ণ ভগবান
দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান
পুত্র তার হলো হত যদুপতি যার সহায়॥
মহারাজ হরিশচন্দ্র, রাজ্য দান ক’রে শেষ
শ্মশান-রক্ষী হয়ে লভিল চণ্ডাল-বেশ
বিষ্ণু-বুকে চরণ-চিহ্ন, ললাট-লেখা কে খণ্ডায়॥