ফুলের হাওয়া যা রে ছুটে

  • তাল : -

ফুলের হাওয়া যা রে ছুটে

নাটক : ‘মধুমালা’

ফুলের হাওয়া যা রে ছুটে মধুমালার দেশ।
যোগিনীরে পরতে বলিস নববধূর বেশ॥
সোনার ঘটে রাখতে বলিস আকুল চোখের জল
সেই জলে রে ধোয়াবে সে বঁধুর পদতল।
বলিস্‌ তারে পা মুছিয়ে বাঁধে যেন কেশ
যেন বাঁধে আকুল কেশ॥