রাজার দুলাল রাজপুত্র

  • তাল : -

রাজার দুলাল রাজপুত্র

রাজার দুলাল! রাজপুত্র! বন্ধু গো আমার।
ভাঙো ভাঙো পাষাণ-পুরীর সাত মহলার দ্বার॥
সাগর-ঘেরা সোনার পুরী
আমি বন্দিনী গো একলা ঝুরি,
তুমি চাঁদের মত উদয় হয়ে ঘুচাও অন্ধকার॥
রক্ষী ঘেরা রক্ষপুরী মরি ভয়ে ভয়ে
পঙ্খীরাজে এসো কুমার যাও আমারে ল’য়ে।
সোনার কাঠি ল’য়ে হাতে
এসো বন্ধু নিশুত রাতে
পথ চেয়ে আর রইতে নারি বাসি হল হার॥