চৈতী চাঁদের আলো

  • তাল : Dadra

চৈতী চাঁদের আলো

চৈতী চাঁদের আলো আজ ভালো নাহি লাগে,
তুমি নাই মোর কাছে – সেই কথা শুধু জাগে॥
এই ধরণীর বুকে কত গান কত হাসি,
প্রাদীপ নিভায়ে ঘরে আমি আঁখি-নীরে ভাসি,
পরানে বিরহী বাঁশি ঝুরিছে করুণ রাগে॥
এ কী এ বেদনা আজি আমার ভুবন ঘিরে,
ওগো অশান্ত মম, ফিরে এসো, এসো ফিরে।
বুলবুলি এলে বনে বলে যাহা বনলতা –
সাধ যায় কানে কানে আজি বলিব সে কথা,
ভুল বুঝিও না মোরে বলিতে পারিনি আগে॥