লাল নটের ক্ষেতে

  • তাল : -

লাল নটের ক্ষেতে

লাল নটের ক্ষেতে, লাল টুকটুকে বৌ যায় গো।
তার আলতা পায়ের চিহ্ন এঁকে নালতা শাকের গায় গো॥
লাল নটের ক্ষেতে মৌমাছি ওঠে মেতে
তার রূপের আঁচে পায়ের তলার মাটি ওঠে তেতে।
লাল পুঁইয়ের লতা নুয়ে পড়ে জড়িয়ে ধরে পায় গো॥
কাঁকাল বাঁকা রাখাল ছোঁড়া আগলে দাঁড়ায় আ’ল –
রাঙা বৌ-এর চোখে লাগে লাল লঙ্কার ঝাল।
বৌ-এর ঘেমে ওঠে গা, লাজে সরে না পা
সে মুখ ফিরিয়ে শাড়ির আঁচল আঙুলে জড়ায় গো॥