শাল পিয়ালের বনে গো

  • তাল : -

শাল পিয়ালের বনে গো

গীতিনাট্য : ‘শাল-পিয়ালের বনে’

শাল-পিয়ালের বনে গো পাহাড়তলির কাছে।
একটি ছেলে শিস দেয়, আর একটি মেয়ে নাচে॥
সেই ছেলেটির বুনো স্বভাব ভারি
বাঁশির সাথে বর্শা-ধনুক-ধারী।
সেই মেয়েটি দোল্‌না বেঁধে দুলে মহুল গাছে॥