হলুদ বরণ ঝিঙে ফুলের কাছে

  • তাল : -

হলুদ বরণ ঝিঙে ফুলের কাছে

গীতিনাট্য : ‘শাল-পিয়ালের বনে’

হলুদ-বরণ ঝিঙে ফুলের কাছে,
দেখ্‌ না কেমন দুটি ফিঙে নাচে॥
দেখ্‌ না চেয়ে ভাই,
মোর শ্যামলী গাই।
মায়ের মতন কেমন চেয়ে আছে॥
আজ মানা বনে যেতে
আমি বসব আঁচল পেতে।
তুই বাঁশি বাজা বসে অশথ্‌-গাছে॥