হাসে নাচে গায়

  • তাল : -

হাসে নাচে গায়

হাসে নাচে গায়, ঝাঁক বেঁধে যায় জংলা পাখি।
বিঁধব কারে তীর দিয়ে গো কারে পিঁজরায় রাখি॥
নিঠুর আমার খেলা,
দিনের বেরা আঘঅত হেনে কাঁদি রাতের বেলা।
যেন সুন্দর বনের বাঘ চমকে ওঠে
দেখে বন-হরিণীর ডাগর আঁখি॥