জগতের নাথ কর পার

  • তাল : kaharba

জগতের নাথ কর পার

জগতের নাথ কর পার হে
মায়া-তরঙ্গে টলমল তরণী অকূল ভব পারাবার হে॥
নাহি কাণ্ডারি ভাঙা মোর তরী আশা নাই কূলে উঠিবার
আমি গুণহীন ব’লে করো যদি হেলা শরণ লইব তবে কার॥
সংসারেরি এই ঘোর পাথারে ছিল যারা প্রিয় সাথি
একে একে তারা ছাড়িয়া গেল হায় ঘনাইল যেই দুখ-রাতি।
ধ্রুবতারা হয়ে তুমি জ্বালো
অসীম আঁধারে প্রভু আশারই আলো
তোমার করুণা বিনা হে দীনবন্ধু, পারের আশা নাহি আর॥