আমরা নীচে পড়ে রইব না

  • তাল : -

আমরা নীচে পড়ে রইব না

‘ধীবরদের গান’

আমরা নীচে পড়ে রইব না আর শোন রে ও ভাই্‌ জেলে,
এবার উঠব রে সব ঠেলে॥
ঐ বিশ্ব-সভায় উঠল সবাই রে, ঐ মুটে-মজুর হেলে।
এবার উঠব রে সব ঠেলে।।
আজ সবার গায়ে লাগছে ব্যথা,
সবাই আজি কইছে কথা রে,
আমরা এমনি মরা কই নে কিছু মড়ার লাথি খেলে।
এবার উঠব রে সব ঠেলে॥
হায় ভাইরে, মোদের ঠাঁই দিল না আপন মাটির মায়ে,
তাই জীবন মোদের ভেসে বেড়ায় ঝড়ের মুখে নায়ে।
ও ভাই নিত্য-নূতন হুকুম জারি
করছে তাই সব অত্যাচারী রে
তারা বাজের মতন ছোঁ মেরে খায় আমরা মৎস্য পেলে।
এবার উঠব রে সব ঠেলে॥