খোলো মা দুয়ার খোলো

  • রাগ : Joy joyonti
  • তাল : -

খোলো মা দুয়ার খোলো

খোলো মা দুয়ার খোলো, প্রভাতেই সন্ধ্যা হলো দুপুরেই ডুব্‌ল দিবাকর গো।
সমরে শয়ান ওই, সূত তোর বিশ্বজয়ী, কাঁদনের উঠ্‌ছে তুফান-ঝড় গো॥
সবারে বিলিয়ে সুধা, সে নিল মৃত্যু-ক্ষুধা, কুসুম ফেলে সে নিল খঞ্জর গো।
তাহারি অস্থি চিরে দেবতা বজ্র গ’ড়ে নাশে ঐ অসুর অসুন্দর গো।
ঐ মা যায় সে হেসে, দেবতার উপরে সে ধরা নয়, স্বর্গ তাহার ঘর গো।
যাও বীর যাও গো চ’লে, চরণে মরণ দ’লে করুক প্রণাম বিশ্ব চরাচর গো।
তোমার ঐ চিত্ত জ্বেলে ভাঙালে ঘুম ভাঙালে নিজে হায় নিবলে চিতার ’পর গো।
বেদনার শ্মশান দ’হে পোড়ালে আপন দেহে হেথা কি নাচবে না শঙ্কর গো॥