জাগো তন্দ্রামগ্ন জাগো ভাগ্যহত

  • তাল : -

জাগো তন্দ্রামগ্ন জাগো ভাগ্যহত

জাগো তন্দ্রামগ্ন জাগো ভাগ্যহত।
তব গৌরব-কেতন সমুন্নত ঐ হল আনত॥
লক্ষ্মীর চরণের আল্‌পনা হায়,
ওরে গৃহ অঙ্গনে তোর যায় মুছে যায়।
মন্দির বিগ্রহ ধূলায় লুটায় –
মাহেন্দ্র-ক্ষণ ঐ হ’ল রে গত॥