নাহি ভয় নাহি ভয়

  • তাল : -

নাহি ভয় নাহি ভয়

নাহি ভয় নাহি ভয়।
মৃত্যু সাগর মন্থর শেষ আসে মৃত্যুঞ্জয়॥
কৃষ্ণাতিথির তিমির হরণ
আসিল কৃষ্ণ তিমির বরণ,
দিকে দিকে ঐ গাহে জনগণ –
জয় হে জ্যোতির্ময়॥
দলিত হৃদয়-শতদলে তাঁর
আঁখি-জল-ঘেরা আসন বিথার,
ব্যথা-বিহারীরে দেখিবি কে আয়।
ধ্বংসের মাঝে বংশী বাজায়,
নিখিলের হৃদি বেদনা-আভায় –
নবীন অভ্যুদয়॥