সালাম সালাম জামালউদ্দীন

  • তাল : -

সালাম সালাম জামালউদ্দীন

সালাম, সালাম, জামালউদ্দীন আফগানী তস্‌লীম।
এশিয়ার নব-প্রভাত-সূয – পুরুষ মহামহিম॥
সাম্য ওমর ফারুকের তুমি, আলীর জুলফীকার
অসম সাহস খালেদের, মুসা তারেকের তলোয়ার,
নিরাকার কারবালা-প্রান্তরে দুল্‌দুল্‌ আসওয়ার –
জড় ও ক্লীবের মাঝে এসেছিলে আদর্শ মুসলিম॥
কারাগারে তুমি দেখিলে স্বপন কোন্‌ মহামুক্তির
ভাঙিয়া বুলন্দ-দরওয়াজা হলে মুক্ত-লোকে বাহির,
খান্‌ খান্‌ হয়ে টুটিল অমনি চরণের জিঞ্জীর –
রাঙিল আকাশ, বন্দীর বুকে জাগিল আশা অসীম॥
শত লাঞ্ছনা জুলুম সহিয়া ভাঙিলে সবার নিদ
বুকের রক্তে সুবহ-সাদেক আনিয়া হ’লে শহীদ,
জাগিল কাবুল, মেসের, ইরান, তুর্ক, আবর, হিন্দ্‌ –
তুষার-সাগরে হে চাঁদ আসিয়া জাগালে জোয়ারে ভীম॥
সউদ, কামাল, জগগুল-পাশা, ইবনে-করিম বীর
তোমার মানস-পুত্রের রূপে এলো উন্নত শির,
দীনের জামাল, তরুণ শাহানশাহীর আলমগীর –
‘প্রাচী’র গর্ব সাম্য মৈত্রী মানবতার খাদিম॥