আমি কর্থ্য ভাষা কইতে নারি

  • তাল : -

আমি কর্থ্য ভাষা কইতে নারি

‘কর্থ্যভাষা’

আমি কর্থ্য ভাষা কইতে নারি শুর্দ্ধ কথা ভিন্ন।
নেড়ায় আমি নিন্ন বলি (কারণ) ছেড়াঁয় বলি ছিন্ন॥
সাইকে কই গোস্বামী, তাই মশাইকে মোর্স্বামী।
বানকে বলি বন্যা, আর কানকে কন্যা কই আমি॥
চাষায় আমি চশ্‌শ বলি, আশায় বলি অশ্ব।
কোঁকে বলি কোষ্ঠ, আর নাসায় বলি নস্য॥
শশারে কই শিষ্য আমি, ভাষারে কই-ভীষ্ম।
পিসিরে কিই পিষ্টক আর মাসীরে মাহিষ্য॥
পুকুরকে কই প্রুষ্করিণী, কুকুরকে কই ক্রুক্কু॥
বদনকে কই বদনা, আর গাড়ুকে গুডুক্কু।
চাঁড়ালকে কই চণ্ডাল, তাই আড়ালকে অণ্ডাল।
শারারে কই শলাকা, আর ডালায় বলি ডাণ্ডাল॥
শ্বশুরকে কই শ্রুশ্রু, আর দাদাকে কই দদ্রু॥
বামারে কই বম্বু, আর কাদারে কই কদ্রু॥
আরো অনেক বাত্রা জা, বুঝলে ভায়া মিন্টু।
ভেবেছ সব শিখে নেবে, কলছিনে আর কিন্তু॥