আমি দেখেছি তোর শ্যামে দেখেছি

  • তাল : -

আমি দেখেছি তোর শ্যামে দেখেছি

আমি দেখেছি তোর শ্যামে দেখেছি কদম-তলা।
আমি দেখেছি তোর অষ্টাবক্রের আঁকাবাঁকা চলা –
তার যত ছলাকলা॥
তুই মোর গোয়ালের ছিঁড়ে দড়ি
রাত-বিরেতে বেড়াস চরি,’
তুই রাখাল পেয়ে ভুলে’ গেছিস্‌ আয়ান-ঘোষের রলা॥