আরে পঙ্খীরাজের বাচ্চা

  • তাল : kaharba

আরে পঙ্খীরাজের বাচ্চা

নাটিকা :‘বিলাতী ঘোড়ার বাচ্চা’

আরে পঙ্খীরাজের বাচ্চা আমার ঘোড়া ছুইট্যা যাও।
ক্যাৎরাইয়া দুই চক্ষুরে ঘোড়া ছ্যাৎরাইয়া চাইর পাও॥
স্বর্গপানে ল্যাজ উঠাইয়া (ছোট) চিঁহি চুঁহু চিঁহি চুঁহু ডাইক্যা
আমারা দুজন রাত্র জাগুম ছোলা ভিজাইয়া রাইখ্যা (রে)
ফার্স্ট যদি না হও ঘোড়া, তোমার ঘোড়ানীর মাথা খাও
হালা কচমচাইয়া খাও॥
তোমার ঘোড়ানীর মাথা কচমচাইয়া খাও।।