এই বেলা নে ঘর ছেয়ে

  • তাল : -

এই বেলা নে ঘর ছেয়ে

‘প্রাথমিক শিক্ষা বিল’

(নেপথ্যে) কোরাস : এই বেলা নে ঘর ছেয়ে’
এই দেশটা ভীষণ মূর্খ,
এবার ঘুচাব দেশের দুঃখ।
হবে চাষারা উচ্চ-প্রাইমার,
ওরে আর এ দেশের নাই মার!
ছুটে আয় আয় সব ছেলে মেয়ে –
(নেপথ্যে) : এই বেলা নে ঘর ছেয়ে’॥
বহুদিন ধরি করি’ আঁক-পাঁক
এবে মিলিয়াছে মনোমত ফাঁক।
তোরা মাথা-পিছু সব টাকা গোন্‌,
দিব পণ্ডিত ক’রে বাছাধন!
হবি বাবু সাব’ রে অল্পপেয়ে!
(নেপথ্যে) : এই বেলা নে ঘর ছেয়ে॥
তোরা পাস্‌নে কো খেতে মাড় ভাত,
নাই পরনে বসন আধ-হাত,
পাবি অন্ন-বস্ত্র এইবার
এই আইন হইবে যেই বা’র!
টাকা তোল্‌ তোরা আদা-জল খেয়ে’॥
(নেপথ্যে) : এই বেলা নে ঘর ছেয়ে॥
তোরা করছিস্‌ কি অবিশ্বাস?
কেন ছাড়িস্‌ দীর্ঘ নিঃশ্বাস?
মোর টাকার কি আর ভাবনা,
ঐ টাকা বিনে খেতে পাব না?
চলে রাজ্য কি তোর মুখ চেয়ে’?
(নেপথ্যে) : এই বেলা সে ঘর ছেয়ে॥
এই শিক্ষার লাগি’ হর্দম
বলি খরচটা কিছু করি কম?
আজও গ্রাম-পিছু প্রতি বৎসর
আট আনা ক’রে দিই, মনে কর্‌!
তবু আছে অজ্ঞান-ভূতে পেয়ে’।
(নেপথ্যে) : এই বেলা নে ঘর ছেয়ে’॥
দিয়ে তোদেরি শিল ও নোড়া রে,
ভাঙিব তোদেরি দাঁতেরি গোড়া রে!
‘বাই জোভ।’ আরে ছি ছি, তা’ নয়,
তোরা ভাবিস্‌ তাহাই যা’ নয়,
ধিনি কেষ্ট রে, নেচে’ আয় ধেয়ে’।
(নেপথ্যে) : এই বেলা নে ঘর ছেয়ে’॥
বলি চারটে ক’রে ত পয়সা,
তাতেই চেঁচিয়ে ধরালি বয়সা!
তাও পাঁচটা কোটি ত’ লোক ছাই,
হয় ক’টাকা সে – তুই বল্‌ ভাই!
তবু ফ্যালফ্যাল করে র’স চেয়ে।
(নেপথ্যে) : এই বেলা নে ঘর ছেয়ে’॥
তোরা কতই দিস্‌ ‘সেস্‌’,
হলি ‘সেস’ দিয়ে দিয়ে নিঃশেষ,
ওরে জ্ঞান-এরণ্ডের এ যে ফল!
এ-ও না খেলে’ আর কি খাবি বল
জ্ঞান-কাণ্ডারি এলো তরী বেয়ে!
(নেপথ্যে) : এই বেলা নে ঘর ছেয়ে’॥
হ’বি এবার বিদ্যে-দিগ্‌গজ,
পোকা করিবে মগজে বজ্‌বজ্‌!
হ’বি মুন্সেফ, হ’বি সাব্‌জজ্‌’
হ’বি মিস্টার যত অন্ত্যজ!
আয় আমাদের গুণ-গান গেয়ে’!
(নেপথ্যে) : এই বেলা নে ঘর ছেয়ে’॥
আপা-ততঃ মনে হয় তেতো নিম,
ভেবে’ দ্যাখ শূদ্র ও মুস্‌লিম –
তোরা নাক চোখ বুজে’ গিয়ে ফেল্‌ –
তেলা মাথায় দিব না মোরা তেল।
অন-ততঃ তোরা তরী আয় বেয়ে’!
(নেপথ্যে) : এই বেলা নে ঘর ছেয়ে॥