একদা তুমি আগা দৌড়

  • তাল : -

একদা তুমি আগা দৌড়

[সুর : ‘একদা তুমি প্রিয়ে আমারি এ তরুমূলে’]

একদা তুমি আগা দৌড় কে ভাগা মুরগি লে কে
তোমারে ফেল্‌নু চিনে ঐ আননে জম্‌কালো চাপ দাড়ি দেখে’॥
কালো জাম খাচ্ছিলে যে সেইদিন সেই গাছে চ’ড়ে,
কালো জাম মনে ক’রে ফেল্‌লে খেয়ে ভোম্‌রা ধ’রে
‘চুঁ করো আওর চাঁ করো ছোড়ে গা নেই,
সব কুছু কালা কালা খা জায়ে গা’ – বল্‌লে হেঁকে॥
ভুলো আর টেমি জিমি চেনে যে ঐ ঝাঁকড়া চুলে,
তোমারে দেখ্‌লে পরে তারস্বরে আসে তেড়ে ল্যাজুড় তুলে’।
ও-পাড়ায় হীরু তোমায় দেখেই পালায় পগার-পাড়ে,
‘রুপিয়া লে আও,’ বলে ধরলে তাহার ছাগলটারে।
দেখিয়াই মট্‌রু মিঞায় মুরগি-চোরা ঝোপের আড়ে,
তাই কি ছেলেমেয়ে মুরগি-চোরা বলে ডেকে’॥