ও বাবা তুর্কী নাচন নাচিয়ে দিলে

  • তাল : -

ও বাবা তুর্কী নাচন নাচিয়ে দিলে

ও বাবা! তুর্কী-নাচন নাচিয়ে দিলে।
(ওসে) কোন্‌ অভাগা অঙ্ক-লক্ষ্মী নাম দিল এই শঙ্খ-চিলে॥
দিন রাত্তির অঙ্ক কষে
পান্‌ হতে চুন কখন্‌ খসে,
স্ত্রী ব’লে আন্‌নু ঘরে শাড়ি পরা কোন্‌ উকিলে॥
প্রাণ-পাখি মোর খাঁচা-ছাড়া, (এই) ঝুল্‌তি বেণীর গুল্‌তি ঢিলে’
মাতঙ্গিনী মহিষিণী গুঁতিয়ে ফাটায় পেটের পিলে।
যেমন বাঘ দেখে ছাগ ছুটেরে ভাই
তেমনি কাছা খুলে পালিয়ে বেড়াই
ওগো মাগো এসে রক্ষা কর হালুম-বাঘায় ফেল্‌ল গিলে॥