ওরে ভবের তাঁতি হরিনামের এঁড়ে গরু কিনিস্‌ নে

  • তাল : -

ওরে ভবের তাঁতি হরিনামের এঁড়ে গরু কিনিস্‌ নে

ওরে ভবের তাঁতি! হরিনামের এঁড়ে গরু কিনিস্‌ নে।
তুই মূলে শেষে হাবাত্‌ হবি ঠাকুরকে তুই চিনিস্‌ নে।
রসিক ঠাকুরকে তুই চিনিস্ নে॥
তুই খাচ্ছিস, বেশ ভবের তাঁতে বু’নে
চালিয়ে মাকু, ঘুরিয়ে টাকু, তাঁতের গান শু’নে
(ও তুই) সুখে খাবি আয়েশ পাবি
ঐ গরু কেনার টাকাতে তুই জরু আনার জিনিস নে॥
পরমার্থের কিন্‌লে এঁড়ে, অর্থ যাবে ছেড়ে
তোর ঘাড়েরই লাঙল তোকে শেষে আসবে তেড়ে!
কুল যাবে তোর, যাবে জাতি মান
(এই গো-কুলের এঁড়ে এনে) যাবে জাতি মান,
দুঃখ অভাব শোক এসে তোর ধরবে রে দুই কান
শেষে কি কান খোয়াবি কানা হবি ভ’জে কানাই শ্রীকৃষ্ণে॥