কেরানি আর গুরু কাঁধ

  • তাল : kaharba

কেরানি আর গুরু কাঁধ

কেরানি আর গরুর কাঁধ এই দুই-ই সমান দাদা।
এক্‌ লাগাড়ে জোয়াল বাঁধা টানছে খেয়ে নুন আদা॥
দুই জনে যা’ জাব্‌না পায়
দশগুণ তার নাদ্‌না খায়
হটর হটর টানছে গাড়ি মানে না কো জল-কাদা॥
দুইজনাতে কথায় কথায়
পাঁচন-গুঁতো ন্যাজ মলা খায়,
ছ্যাক্‌ড়া টানে বোঝা-ও বহে কভু ঘোড়া কভু গাধা॥
বড় সায়েব আর গাড়োয়ান,
দুই স্যাঙাৎই এক সমান,
হতে নাহি পারে হবেও না কো এমন সম্বন্ধ পাতান,
গরীবের বৌ বৌদি সবার ব’লে নে বাপ, নেই বাধা॥