খাওজাইয়া খাওজাইয়া মর্‌লাম

  • তাল : -

খাওজাইয়া খাওজাইয়া মর্‌লাম

খাওজাইয়া খাওজাইয়া মর্‌লাম মা গো মা খোস পাঁচড়ায়।
যেন কাব্‌লিওয়ালা হালুম বাঘা কুত্তা মেকুর আঁচড়ায়॥
ইচ্ছা করে হালায় আমার এই যে দেহ খইস্যা
ধইর‌্যা এক্কুরে শেষ কইর‌্যা দিই কইস্যা কইস্যা ঘইস্যা,
ময়লা কাপড় লইয়া ধোবি ঘাটে যেমন আছড়ায়॥
ফোট হইছে, গোট হইছে, অঙ্গে ধরছে পোক
ইন্দ্রের লাহান গায়ে যেন হইছে হাজার চোখ,
হ্যাঁচড় দিমু কি মাদার গাছে, বেত-বনে, গাছ-গাছ্‌ড়ায়॥
আমার সারা গায়ে যেন বড়ি দিছে কোন্‌ আভাগ্যা বুড়ি,
পক্ষীর দল ঠোক্‌রাইয়া খায়্‌ আমি হাত-পা ছুঁড়ি,
প্যাঁচা ভাইব্যা এক লাখ কাওয়া আমারে যেন খ্যাঁচ্‌রায়॥