রাউণ্ড টেবিল কন্‌ফারেন্স

  • তাল : -

রাউণ্ড টেবিল কন্‌ফারেন্স

‘রাউণ্ড-টেবিল-কন্‌ফারেন্স’

কোরাস : দড়াদড়ির লাগবে গিঁঠ গোল-টেবিলের বৈঠকে!
ঠোকর মারে লোহায় ইট, এ ঠকে কি ঐ ঠকে॥
ব্যান্ড বাজে, ইং-ল্যান্ডে ঐ চলল লিডার্স এন্ড কোং,
শকুন মাতুল কাল্‌নেমী, - কণ্ঠে লাউড্‌-স্পিকার চোং!
তা’দের ছাড়া কুম্ভীরে মাছের দুঃখ কইত কে॥
চলছে নরম গরম চাঁই, হোম্‌রা চোম্‌রা ওমরা যায়,
ধুন্‌তে তুলো ধপড় ধাঁই ডোমেনিয়ন-ডোমরা যায়।
বলছে ডেকে, ‘দেখ্‌ রে দেখ্‌ প্রতাপ চলে চৈতকে॥’
ডিম্‌-গোলাকার গোল-টেবিলে করবে সার্ভ অশ্ব-ডিম,
তা দিবে তা’য় ধাড়ির দল, তা নয় দিলে ততঃ কিম্‌।
আন্‌বে স্বরাজ ব্রিটিশ-বর্ন (born) অস্ট্রেলিয়ার ভাইপোকে॥
স্বর্গ ভেবে’ ধাপার মাঠ ধাপা-মেলের ময়লা যায়,
কুটুম ভেবে কেষ্টরে বৈকুণ্ঠে গয়লা যায়!
স্বরাজ-মাখম উঠবে যে নৈলে এ ঘোল মইত কে॥
বেছে’ বেছে’ পিঁজরাপোল নড়বড় বড়র দল
আন্‌ল বুড়ো হাবড়াদের্‌ যাত্রা-কমিক দেখ্‌বি চল!
ঘাঁটা-পড়া ঘাড় ওদের, নয় এ বোঝা বইত কে॥
বাঘ নেবে পাঠ বেদান্তের, বি-দন্ত সব পুরুত্‌ যায়,
করবে শান্তি মন্ত্রপাঠ ব্যাঘ্র! ব্যগ্র বক্ষে আয়।
শিখাবে অদ্বৈতবাদ দ্বিধা-ভক্ত দ্বৈতকে॥
বাধাস্‌নে আর লটঘটি দোহাই বাবা চ্যাংড়া থাম্‌!
এমন ফলার কাঁচকলার, তোরাও পাবি ল্যাংড়া আম!
সাগর মথি’ আনবে সব হয় সুধা নয় দই টকে॥