নাকে নথ দুলাইয়া চলে

  • তাল : -

নাকে নথ দুলাইয়া চলে

নাকে নথ দুলাইয়া চলে, কাঁখে কলস পোলা কোলে।
যেন হুক্কা বাঁধা থোলে এরা মোর হউরের মাইয়া॥
সে ছল কইর‌্যা কাশে
আর ফিক্ ফিক্ কইর‌্যা হাসে,
তার ড্যাব্রা চোখের পাশে ঝুলকালি মাখাইয়া॥
তার গাল যেন জাম্বুরা, তার নাক নারকেল-কুরা,
তার দাঁত কদুর বীচি রে ভাই, লয়ান লাট্টু-ঘুরা,
আমি চিন্ছি চিকনাই দেইখ্যা, ঐ না তৈল হলুদ মাইখ্যা,
সে আইসে আইক্যা বাইক্যা
হহ হেই ত আসে ছাঁচি পান চাবাইয়া॥
মোরে কয় সে, ‘বি্টলে বাইট্যা’
করে কাইজ্যা কোমর সাইট্যা,
সে দেয় মোরে মুখ ভেস্কি,
দেয় গায়ে ফেইল্যা পেচকি,
তার চলার পথে রাখনু কি মুই গামছা মোর বিছাইয়া॥