লেংচে কেন চলছি আমি

  • তাল : -

লেংচে কেন চলছি আমি

লেংচে কেন চলছি আমি জামায় কেন কাদা
দুঃখের সে কাহিনী মোর না-ই শুনিলে দাদা॥
কলকাতাতে পায়ে হেঁটে জো আছে কি চলার
পা দিয়েছি যেই রাস্তায় সামনে দেখি রোলার।
ফুটপাতে যেই উঠতে গেছি হায় একি উৎপাত,
কলার খোলায় পা হড়কে পড়লাম চিৎপাত
খিলখিলিয়ে উঠল হেসে পাশে সব হাঁদা॥
যেই উঠেছি সামনে দেখি মস্ত মোটর গাড়ি
কাছা খোলা অবস্থাতেই ছুটনু তাড়াতাড়ি॥
যেমনি দুপা এগিয়ে গেছি অমনি মোটর বাস;
ধাক্কা মেরে ফাঁসিয়ে দিল আমার ধুতির ফাঁস॥
রগ ঘেঁশে এক ছুটল ফিটন লাগল চোখে ধাঁধাঁ॥
হকচকিয়ে মোড় ঘুরতেই ধাক্কা খেলাম ট্রামে
ট্রামের পাশে লরি ছুটে (যেন) রাধা শ্যামের বামে।
এদিক পানে ভয়সা গাড়ি বাইসিকেলে একশা
(দাদা) যাক গে ধুতি প্রাণ পেয়েছি ধুতি রেখে বাঁধা॥