আরে হাঁ বালা উমরি

  • তাল : -

আরে হাঁ বালা উমরি

(আরে) হাঁ বালা উমরি, কুমড়ি পোকা গাহে ঠুংরি।
ধাঁই ধপড় ধাঁই ধপড় – সেতার বাজায় তুলো-ধুনুরি॥
মন্দিরা বাজায় ছুঁচো নেংটে ইঁদুর;
ছাড়ে হুলো আর কোলাব্যাঙে তানপুরার সুর।
(ছোট মিঞাও, বড় মিঞাও)
সুখে উৎসুক আরসোল্লার বুক ওঠে গুমরি॥
আরে গিরগিটি নাড়ে মাথা, নাড়ে টিকটিকি লেজুড়
গায়ে কাঁটা দিয়ে ওঠে বুনো সজারুর।
মিস বিল্লীর সাথে, এসে দিল্লী হতে বিল্লা সেই জলসাতে,
গায় গমক মীড়ে খাম্বাজ হাম্বিরে
ভয়ে কুঁকড়ে ওঠে কুঁকড়ো কুঁকড়ি॥