নাইতে এসে ভাটির স্রোতে

  • তাল : kaharba

নাইতে এসে ভাটির স্রোতে

নাইতে এসে ভাটির স্রোতে কল্‌সি গেল ভেসে
সেই দেশে যাইও রে কল্‌সি, বন্ধু রয় যে দেশে॥
জল্‌কে এসে’ কাল সকালে কখন মনের ভুলে
ভাসিয়েছিলাম বন্ধুর লাগি’ খোঁপার কুসুম খুলে’,
কূলে এসে লাগ্‌লো সে ফুল আজকে বেলাশেষে॥
কাল্‌কে আমার খোঁপার কুসুম পায়নি খুঁজে যারে, -
কলসি আমার জলে ভেসে’ তুলে আনো তারে।
আমার নয়ন-জল নিয়ে যাও, ঢেলো বন্ধুর পা’য়;
পিদিম জ্বেলে’ রইব জেগে তাহারি আশায়
আর কতদিন রইব এমন যোগিনীর বেশে॥