নাচে শ্যাম সুন্দর

  • তাল : kaharba

নাচে শ্যাম সুন্দর

নাচে শ্যাম সুন্দর গোপাল নটবর
সুঠাম মনোহর মধুর ভঙ্গে
ঘিরি’ সে চরণ ঘুরিছে অগণন
গ্রহ-তারা গোপী সম রঙ্গে॥
হেরিয়া তাহারি নৃত্যের হিল্লোল
পবন উন্মন সাগরে জাগে দোল
সে নাচে বিবশ নিশীত দিবস
জাগে হিন্দোল আলো-আঁধার তরঙ্গে॥
সে নাচে বৃষ্টি হয় কোটি সৃষ্টি নির্ঝর সম ঝরে ছন্দ
সে নাচ হেরিয়া বন্ধন টুটে গো জাগে অনন্ত আনন্দ।
ষড় ঋতু ঘুরে’ ঘুরে’ হেরে সেই নৃত্য
প্রেমাবেশে মাতোয়ারা নিখিলের চিত্ত
তাই এ ত্রিভুবন হলো না রে পুরাতন
পেল চির-যৌবন নাচি’ তারি’ সঙ্গে॥