ঝুলে কদমকে ডারকে ঝুলনা

  • তাল : -

ঝুলে কদমকে ডারকে ঝুলনা

ঝুলে কদমকে ডারকে ঝুলনা পে কিশোরী কিশোর।
দেখে দোউ এক এককে মুখকো চন্দ্রমা চকোর,
য়েয়সে চন্দ্রমা চকোর হোকে প্রেম নেশা বিভোর॥
মেঘ মৃদং বাজে ওহি ঝুলনাকে ছন্দ্মে
রিমঝিম্ বাদর বরসে আনন্দ্ মে,
দেখনে যুগল শ্রীমুখ চন্দকো গগন ঘেরি ঘনঘটা ঘোর॥
নব নীর বরসনে কো চাতকিনী চায়
ওয়সে গোপী ঘনশ্যাম দেখ তৃষ্ণা মিটায়,
সব দেবদেবী বন্দনা গীত গায় –
ঝরে বরসামে ত্রিভুবন কি প্রেমাশ্রুলোর॥